Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Firhad Hakim Press Conference জেলে যেতে ভয় পাই না, তবে সামাজিক সম্মান হরণের অধিকার সংবিধান কাউকে দেয়নি : ফিরহাদ

নিজস্ব সংবাদদাতা: একাধিক মন্ত্রী-বিধায়কের সম্পত্তি বৃদ্ধির মামলায় অস্বস্তিতে শাসক দল। ২০১৭ সালে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। এরই মধ্যে এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করলেন কলকাতার মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন ফিরহাদ বলেন, “তদন্তে কোনও ভয় পাচ্ছি না। সবারই তো সামাজিক সম্মান রয়েছে। সেই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবার ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই। বাংলার অনেক নেতাই জেলে ছিলেন। কিন্তু সামাজিক সম্মান যেভাবে রাস্তায় টেনে নামায়, যে ভাবে কিছু কিছু মিডিয়া ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দেয়, সম্মানটা যাওয়ার ভয় সবার থাকে।”

- Sponsored -

সাংবাদিক বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ফিরহাদ বলেন, ‘দেখুন, গত কয়েকদিন ধরেই আমাদের বিরোধী বন্ধুরা অসভ্যতা করছে। আমাদের একটা সামাজিক সম্মান আছে। সেই সম্মান হরণের অধিকার সংবিধান কাউকে দেয়নি। অনেকের এই ধরনের অসভ্যতামি দেখে ধৈর্য ভাঙছে। তাঁদের কাছে আবেদন করব শান্ত থাকতে। আইন আইনের পথে চলবে।’ 

Firhad Hakim Press Conference

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.