কলকাতা ‘শ্রী’ পুজো প্রতিযোগিতার ওয়েবসাইট উদ্বোধনে ফিরহাদ হাকিম

শোভাঞ্জন দাশগুপ্ত
আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোকে ঘিরে রাজ্যজুড়ে চলে নানান রকম প্রতিযোগিতা। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা আবহ, সেরা আলো আরও কত কী নিয়ে চলে সেরার সেরা হওয়ার লড়াই। প্রতিবছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষে কলকাতা ‘শ্রী’ প্রতিযোগিতার আয়োজন করেছে কলকাতা পুরসভা।
এদিন কলকাতা ‘শ্রী’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলকাতা পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘৮ মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছে কলকাতা পৌরনিগম। কোভিড পরিস্থিতিতে এই বছর পুজোমণ্ডপে এক সঙ্গে ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে পুজো দেখতে হবে। পাশাপাশি পুজোমণ্ডপগুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজর দিতে বলা হয়েছে।’
করোনা পরিস্থিতিতে ২০১১ সাল থেকে শুরু হয়েছে ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতা। প্রতিবছর সিএসসি-র সহযোগিতায় কলকাতা ‘শ্রী’ অনুষ্ঠান করে থাকে কলকাতা পুরসভা। সমাজকল্যাণ বিষয়ক, সাংঠনিক পুজো, দর্শকের চোখে সেরা পুজো ছাড়া ও বেশ কয়েকটি বিষয় রাখা হয়েছে এবারের প্রতিযোগিতায়। আজ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পুজো উদ্যোক্তারা। এর পাশাপাশি আজ এই উপলক্ষে একটি ওয়েবসাইটও উদ্বোধন করা হল। ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার-সহ অন্যান্য পুর আধিকারিকরা। ওয়েব মিনারের মাধ্যমে উপস্থিত ছিলেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
Comments are closed.