Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিসর্জনের আগেই ভস্মীভূত পুজো মণ্ডপ সল্টলেক এফডি ব্লকে

নিজস্ব সংবাদদাতা : প্রতিমা বিসর্জনের আগেই সল্টলেকের এফডি ব্লকে সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিমা-সহ গোটা মণ্ডপ। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় গোটা মণ্ডপটাই। খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। বিসর্জনের আগেই ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। ঘটনার ফরেন্সিক তদন্ত হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

- Sponsored -

বুধবার সকাল ৬.২০ নাগাদ সল্টলেকের এফডি ব্লকের দুর্গা পুজো মণ্ডপ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। ঘুম ভাঙা চোখে কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গেলে চাঞ্চল্যর সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া বিধাননগর দক্ষিণ থানা ও দমকলকে। ঘটনাস্থেল দ্রুত পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও বোঝা যাচ্ছে না। তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল কর্তৃপক্ষর। এলাকার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আজ দ্বাদশীতেই বিসর্জনের কথা ছিল এফডি ব্লকের এই পুজোর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.