Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দশ কৃষকনেতার নামে এফআইআর, রাজধানীর বিভিন্ন জায়গায় টহল আধাসেনার

রমেন ঘোষ

মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে অশান্তির ঘটনায় পুলিশের নজরে একাধিক কৃষক ইউনিয়নের নেতা। ইতিমধ্যেই দিল্লি পুলিশ রাজধানীতে হামলার ঘটনায় যোগেন্দ্র যাদব, রাকেশ টিকায়েত-সহ মোট দশজন কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

- Sponsored -

দিল্লি পুলিশের অতিরিক্ত জনসংযোগ আধিকারিক অমিল মিত্তল বলেছেন, ‘২৬ জানুয়ারির ঘটনার জন্য ২২টি এফআইআর দায়ের হয়েছে। শতাধিক পুলিশ কর্মী গুরুতর জখম।’ এদিকে দিল্লি পুলিশ সূত্রে খবর, যে দশজন কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে রায়ট, অপরাধমূলক ষড়যন্ত্র, ডাকাতি ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে অনভিপ্রেত ঘটনার ২৪ ঘণ্টা পর বুধবার সকাল থেকেই লালকেল্লা, মধ্য দিল্লি-সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে আধাসেনা, সিআরপিএফ জওয়ানরা। সকাল থেকেই সিঙ্ঘু সীমান্তে মোতায়েন কয়েক হাজার সিআরপিএফ জওয়ান। গতকালের পর আজও সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোইয়ের মতো এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বন্ধ রাখা হয়েছে লালকেল্লা এবং জামা মসজিদ মেট্রো স্টেশনের গেট। অশান্তির ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন রেকর্ডিং খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.