উন্মুক্ত বুকের খাঁজ! নেট দুনিয়ায় বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

নিজস্ব সংবাদদাতা : খোদ পোশাক বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। লো-কাট ব্লেজারে উন্মুক্ত বুকের খাঁজ দেখে নেট দুনিয়ায় ইতিমধ্যেই বিতর্কের শিকার সানা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, ‘উনি প্রধানমন্ত্রী না সুপার মডেল?’ বা ‘এই ধরনের পোশাক কি একজন প্রধানমন্ত্রীর পরা উচিত?’ তবে এই ধরনের পোশাক একজন প্রধানমন্ত্রী কেন পরবেন, সে নিয়ে সানা মারিনকে যখন ট্রোলড হতে হয়েছে তখন তাঁর সমর্থনেও দাঁড়িয়েছেন সে দেশের বহু নাগরিক। বুক খোলা জামা বা ব্লেজারের ছবি পোস্ট করে তাঁরা জানান দিয়েছেন প্রধানমন্ত্রী সানার পাশেই রয়েছেন।
উল্লেখ্য, বিখ্যাত ম্যাগাজিন ‘ট্রেন্ডি’র জন্য এক ফটোশ্যুট করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে একটা ডিপ কাটের ব্লেজার পরের আছেন। উন্মুক্ত বুকের খাঁজ। ম্যাগাজিন সংস্থা ‘ট্রেন্ডি’ এই ছবিই কভার ইমেজ করে। ব্যাস তারপরেই দেশজুড়ে নেট নাগরিকদের বিদ্রুপের শিকার হন সানা।
Comments are closed.