Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আরেকটি আর্থিক প্যাকেজ দেওয়ার চিন্তাভাবনায় কেন্দ্র

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

আরও একটি অর্থনৈতিক প্যাকেজ দেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছে সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব অজয় ভূষণ পাণ্ডে। যদিও এ বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানাননি তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অর্থসচিব বলেন, “কোন ক্ষেত্রে কী প্রয়োজন, সেদিকে নজর রেখেছে সরকার, যাতে সেই ক্ষেত্রে সময় মতো পদক্ষেপ করা যায়। আমরা বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতিদের সংগঠন ও মন্ত্রকের  সঙ্গে আলোচনা চালাচ্ছি, তাদের থেকে প্রস্তাব নেওয়ার পর আমরা সঠিক সময়ে পদক্ষেপ করব।” যদিও সেই পদক্ষেপ কবে করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অর্থসচিব। তবে এ বিষয়ে সরকার ভাবনা চিন্তা করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব অজয় ভূষণ পাণ্ডে।

- Sponsored -

চলতি মাসে জিএসটি বাবদ আদায়ের পরিমাণ ১০৫,১৫৫ কোটি টাকা, যা গতবারের থেকে ১০ শতাংশ বেশি। সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। তিনি বলেন, “আগামী ৫ মাস যদি আমরা এই বৃদ্ধি ধরে রাখতে পারি তাহলে আমরা বলতে পারি যে, ২০২১-এর মার্চে আমরা ঋণাত্বক থেকে শূন্যের দিকে যেতে পারব। চলতি বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ১০.৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.