কোভিড চিকিৎসায় বড়সড় ছাড় ঘোষণা নির্মলা সীতারমনের
নিজস্ব সংবাদদাতা : ৫ শতাংশ জিএসটি বহাল থাকছে কোভিড টিকার উপর। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘টসিলিজুমাব’ এবং ‘অ্যামফোটেরিসিন বি’-র উপর থেকে জিএসটি তুলে নেওয়া হচ্ছে। করমুক্তভাবেই বিক্রি করা হবে এই ওষুধটি। আপাতত এই কর ছাড় ৩০ সেপ্টেম্বর অবধি বলবৎ থাকবে। ৪৪তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
The 44th GST Council held under the Chairmanship of FM Smt @nsitharaman has decided to reduce the GST rates on the specified items being used in COVID-19 relief and management till 30th September, 2021.
Read more➡️ https://t.co/kUU8PzaUQq
(1/2) pic.twitter.com/MbBkX9N4Ie
— Ministry of Finance (@FinMinIndia) June 12, 2021
কোভিড চিকিৎসায় আরটি-পিসিআর মেশিন, আরএনএ এক্সট্র্যাকশন মেশিন ও জেনোম সিকোয়েন্সিং মেশিনে জিএসটি হার ১৮ শতাংশই থাকছে। জেনোম সিকোয়েন্সিং কিটের ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি লাগে। তাতে কোনও বদল হয়নি। কোভিড পরীক্ষা কিটের কাঁচামালেও কোনও জিএসটি বদল হয়নি। তবে হেপারিন, রেমডিসিভির এবং কোভিড চিকিৎসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশকৃত যে কোনও ওষুধে কর ১২% থেকে কমে হয়েছে ৫%। করোনা কালে অতি প্রয়োজনীয় তাপমাত্রা মাপার সব যন্ত্রে কমল জিএসটি। আগে এই যন্ত্রগুলিতে কর দিতে হত ১৮ শতাংশ হারে। এবারে সেটা কমিয়ে করা হল ৫ শতাংশ। একইভাবে বৈদ্যুতিক চুল্লিতেও জিএসটি ১৮ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ। অ্যাম্বুল্যান্স ক্রয়ের ক্ষেত্রেও জিএসটি বেশ খানিকটা কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। যা আগে অনেকটাই বেশি ছিল। পালস অক্সিমিটারেও জিএসটি কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ৪৪তম জিএসটি কাউন্সিলের বৈঠক। বৈঠকে নির্মলা ছাড়াও উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর-সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রী, উচ্চআধিকারিকরা।
Comments are closed.