একের পর এক উইকেট হারিয়েও লড়াকু শ্রেয়স-ঋষভ
অমিয় রায়
দুবাইয়ে আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দিল্লি। ট্রেন্ট বোল্টের পেস বোলিংয়ের দাপটে মেগা ফাইনালে মাত্র ২২ রানে ৩ উইকেট হারায় দিল্লি। অধিনায়কোচিত ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। তিনি করেন ৫০ বলে ৬৫ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে কামব্যাক ইনিংস খেললেন ঋষভ পন্থ। ৩৮ বলে ৫৬ রান করেন পন্থ ।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলল দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স কী পঞ্চমবার আইপিএল ট্রফি হাতে তুলতে পারবে? অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
Comments are closed.