সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি থেকে পদত্যাগ ভূপেন্দ্র সিং মানের! জটে কৃষি আন্দোলন

নিজস্ব সংবাদদাতা : কৃষি আন্দোলনের জট বাড়ল। সুপ্রিম কোর্ট গঠিত প্যানেল থেকে বেরিয়ে এলেন ভারতীয় কিসান ইউনিয়নের সভাপতি ভূপেন্দ্র সিং মান। বৃহস্পতিবার ১৮০ ডিগ্রি ঘুরে কৃষকদের পক্ষে থাকার বার্তা দিয়ে বর্ষীয়ান কৃষক নেতা ভূপেন্দ্র সিং বলেন, ‘আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের ভাবাবেগ বর্তমানে সারা দেশের আম জনতার আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। পঞ্জাবের জন্য এবং দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনও পদ আমি ছাড়তে পারি। আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’
দেড় মাসেরও বেশি সময় ধরে দিল্লির একাধিক সীমানায় ধর্নায় বসে আন্দোলন করছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ৮ দফা আলোচনার পরেও কোনও সমাধান সূত্র মেলেনি। মঙ্গলবারই তিনটি নতুন কৃষি আইন কার্যকর করার উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ চার বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিতে রয়েছেন কৃষক নেতা ভূপেন্দ্র সিং মান, আন্তর্জাতিক নীতি নির্ধারক প্রমোদ কুমার যোশী, কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি এবং মহারাষ্ট্রের শিবখেরি সংগঠনের নেতা অনিল ধনওয়াত। পঞ্জাব কৃষক সংগঠনের বক্তব্য, ‘কমিটির সব সদস্যই সরকারের পক্ষে কথা বলেন। আমরা মনে করি না, তাঁরা ন্যয়বিচার করতে পারবেন। তাই আমরা ওই কমিটিকে মেনে নিচ্ছি না।’ এই চাপেই ভারতীয় কিসান ইউনিয়নের সভাপতি ভূপেন্দ্র সিং মান সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি থেকে বেরিয়ে এলেন।
Comments are closed.