মন কি বাতে কৃষকসমাজের আত্মনির্ভরতা স্মরণ করালেন প্রধানমন্ত্রী

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
লকডাউনের সময় আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতকে সমস্ত ক্ষেত্র বিশেষ করে উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার ডাক দিয়েছিলেন দেশের প্রধান প্রশাসক। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে দশদিনের বাদল অধিবেশন সম্পন্ন হয়েছে। এবারের বাদল অধিবেশনে কৃষি বিল পাস করিয়েছে মোদি সরকার। সরাসরি কৃষকদের চুক্তি চাষ করিয়ে কর্পোরেট সংস্থাগুলি তাঁদের থেকে ফসল কিনতে পারার কথা বলা হয়েছে এই বিলে। রবিবার ৬৯তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন আত্মনির্ভর ভারত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষকদের। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই মহাত্মা গান্ধির নানান বাণী এবং উদ্যোগের কথা প্রচার করতে দেখা গেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে। সেই পথে হেঁটে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
এদিনের মন কি বাত অনুষ্ঠানে সেই গান্ধিজির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। অনেক আগে থেকেই ভারতে আত্মনির্ভরতা রয়েছে বলে উল্লেখ করলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন করোনা ভাইরাস এবং লকডাউনের সময় শক্তি দেখিয়েছে কৃষক সমাজ। পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ে তোলার পিছনে তাঁদের অবদান রয়েছে। প্রযুক্তির ওপর বরাবরই নির্ভরতা এবং ভরসা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। এদিন তিনি বলেন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কৃষকসমাজকে আরও উন্নত করে তুলবে।
Comments are closed.