Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘রাজনৈতিক স্বার্থে বঞ্চিত পশ্চিমবঙ্গের কৃষকরা’, কিসান সম্মান নিধি প্রকল্প নিয়ে মমতাকে তোপ মোদির

রমেন ঘোষ

পশ্চিমবঙ্গের কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজনৈতিক স্বার্থে বঞ্চিত করছে তৃণমূল সরকার। শুক্রবার কিসান সম্মান নিধির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষক বিদ্রোহের মাঝেই এ দিন ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘এখন আর বিভ্রান্তির সুযোগ নেই। টাকা সোজা অ্যাকাউন্টে চলে যায়। আজ দেশের সব রাজ্যের সরকার এই যোজনার সঙ্গে জুড়ে গিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গে ৭০ লক্ষ কৃষক এই যোজনা থেকে বঞ্চিত। বাংলার সরকার রাজনীতির কারণে কৃষকদের সরকারি প্রকল্প থেকে দূরে রেখে দিয়েছে।’

- Sponsored -

এদিনের ভার্চুয়াল বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিসান সম্মান নিধি প্রকল্পে পশ্চিমবঙ্গ যুক্ত না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য যে তহবিল তৈরি করেছে, তার টাকা নিচ্ছে না বাংলা। ব্যাপারটা বেশ দুঃখের। পশ্চিমবঙ্গ থেকে অনেক কৃষক কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত করে আর পঞ্জাবে গিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করছে।’

পাশাপাশি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে বামেদেরও তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বামপন্থীরা ৩০ বছরের বেশি সময় সরকারে ছিল, আজ কৃষকরা যখন মমতার রাজনীতির কারণে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তখন সেই বামেরা কোনও আন্দোলন করছে না।’ প্রধানমন্ত্রী এদিন কৃষকদের আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার সব সমস্যা নিয়ে খোলা মনে আলোচনা করতে তৈরি। আপনারা তথ্য পরিসংখ্যান ও যুক্তি দিয়ে আলোচনায় বসুন। আপনাদের সব সমস্যা সরকার যথাসাধ্য সমাধানের চেষ্টা করবে।’

এদিনের প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের সঙ্গে বার্তালাপের পাশাপাশি পিএম কিসান নিধি প্রকল্পের কিস্তির ১৮ হাজার কোটি টাকারও বেশি কৃষকদের অ্যাকাউন্টে জমা করেছেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.