Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভুয়ো টিকাকাণ্ড : দেবাঞ্জনের তিন শাগরেদের ৭ দিনের পুলিশ হেফাজত

নিজস্ব সংবাদদাতা : কসবার ভুয়ো টিকাকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের তিন সঙ্গীকে ২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। গতকালই মূল অভিযুক্ত দেবাঞ্জনের তিন শাগরেদকে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ। ধৃতদের নাম রবিন শিকদার, সুশান্ত দাস এবং শান্তনু মান্না। এদিন আদালতে দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারা যোগ করার আবেদন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। সেই আবেদনও মঞ্জুর করে আদালত। ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

- Sponsored -

ভুয়ো টিকাকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব

অনিচ্ছাকৃত খুনের মামলার সঙ্গে কসবা থানায় ইতিমধ্যেই দেবাঞ্জনের বিরুদ্ধে তিনটি অভিযোগ জমা পড়ে। ভুয়ো টিকার শিবির চালানোর পাশাপাশি অর্থ তছরুপের অভিযোগও রয়েছে ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে। এদিন আদালতে সিট জানায় ধৃতরা কীভাবে চক্রান্তের জাল বিছিয়েছে তা তদন্ত করে দেখতে পুলিশ হেফাজত প্রয়োজন। এমনকী তদন্তের প্রয়োজনে শহরের বাইরেও নিয়ে যাওয়ার দরকার হতে পারে ধৃতদের।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.