৮ দিনের পুলিশ হেফাজত! এবার ভুয়ো সিবিআই অফিসার শুভদীপকে জেরা করবে জগাছা থানা

নিজস্ব সংবাদদাতা : ৮ দিনের পুলিশ হেফাজতে শুভদীপ ব্যানার্জি। ভুয়ো সিবিআই অফিসার কাণ্ডে তাকে রবিবার রাত দেড়টা নাগাদ দিল্লির তাজ হোটেল থেকে গ্রেফতার করে জগাছা থানার পুলিশ। দিল্লিতে গ্রেফতারির পর ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার তাঁকে হাওড়া নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, কোথায় কোথায় জাল বিছিয়েছিল, কাদের থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে এবং তার সঙ্গে আর কারা জড়িত– সবই শুভদীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করবে পুলিশ।
সোমবারই দিল্লি থেকে ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জিকে দিল্লি-রাজধানী স্পেশাল এক্সপ্রেসে করে নিয়ে আসা হয় হাওড়ায়। গ্রেফতারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে শুভদীপের মোবাইল ফোন, ল্যাপটপ এবং ব্যাগ। আজ হাওড়া জেলা আদালতে শুভদীপকে পেশ করে জগাছা থানার পুলিশ। এদিন আদালতে ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হলে বিচারক ৮ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। লকডাউনের সুযোগ নিয়ে একের পর এক প্রতারণা চালানোর অভিযোগ রয়েছে হাওড়ার চড়কডাঙার শুভদীপের বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নিতেন শুভদীপ। তাঁদের থেকে টাকাও নেওয়া হত অনলাইনে, প্রাথমিক ভাবে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।
Comments are closed.