অতি সংকটজনক প্রণব মুখোপাধ্যায়, তৎপর মেডিক্যাল বোর্ড

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অতি সংকটজনক। ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে তাঁর। ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতিকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন।
এদিকে বুধবার সকালেই ট্যুইট করে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ‘প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থা উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করুন আপনারা।’ কিন্তু সেনা হাসপাতালের বিবৃতি আসার পরেই রাজনৈতিক মহলে চিন্তার উদ্রেক শুরু হয়। বলে সকালেই ট্যুইট জানিয়েছিলেন সাংসদ তথা তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
With All Your good wishes & sincere efforts of the Doctors , my father is stable now ! His vital parameters continue to remain under control & manageable ! Positive signs of his improvement is noticed ! I request you all to pray for His speedy recovery !🙏#PranabMukherjee
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 19, 2020
গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পর দিন সকালে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতালে থাকাকালীনই করোনা পজিটিভ ধরা পড়ে প্রাক্তন রাষ্ট্রপতির। সেকথা ট্যুইট করেন প্রণববাবু নিজেই। এরপর দিল্লির আর্মি রিসার্চ এবং রেফারেল হাসপাতালে ১০ অগস্ট ভর্তি হন প্রণব মুখোপাধ্যায়। সেখানেই তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধলে জরুরি অস্ত্রোপচার করা হয়। তারপরই গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি।
Comments are closed.