নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির পূর্বাভাস, সতর্ক নবান্ন

নিজস্ব সংবাদদাতা : নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ভালমাত্রায় বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে কিছুটা কম পরিমাণে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায়। বর্ষণের ফলে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে রাজ্যে, জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের সতর্কতায় সজাগ রয়েছে রাজ্য প্রশাসন। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সোম ও মঙ্গলবার বেশি বৃষ্টি হবে। যার পরিমাণ ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারও হতে পারে। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবারেও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার জন্য বৃষ্টির কমলা সতর্কবার্তা থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটির জেরে সবথেকে বেশি বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাও পাবে বলে মনে করা হচ্ছে।
এরমধ্যেই টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থতি কীভাবে মোকাবিলা করা যায়, সে ব্যাপারে চিন্তা বেড়েছে স্থানীয় প্রশাসনের। শনিবার বিভিন্ন জেলা থেকে অবিরাম বৃষ্টির যে রিপোর্ট সেচ ও কৃষি দফতর পাঠিয়েছে, তাতে আগামী তিন দিনে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে নবান্নের আশঙ্কা।
আবহাওয়া দফতর ইতিমধ্যেই সোমবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস দিয়েছে। এমনিতেই বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে, চার-পাঁচটি জেলায় বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। এর পর যদি আবার বৃষ্টি এবং ঝাড়খণ্ডের বাঁধগুলি থেকে জল ছাড়া শুরু হয়, তা হলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে। রবি-সোমবার যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়েই ঝাড়খণ্ড যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ফলে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি বাড়বে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে প্রশাসনকে।
Comments are closed.