Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ফের চরম ব্যর্থতা! চাপে মাহি, দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দিল্লি

অমিয় রায়

টিম ইন্ডিয়ার ইয়ং ব্লাড যে প্রতিপক্ষ দলকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম, তা মাহিকে আরও একবার দেখিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। অধিকাংশ ভারতীয় দলের বর্তমান তারকা ব্যাটসম্যান। পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এর দুরন্ত ব্যাটিং। ম্যাচের শুরুতে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে পৃথ্বী একাই করলেন ৪৩ বলে ৬৪ রান। এদিন দুবাই এ ৩ উইকেটে ১৭৫ রান তোলে দিল্লি।

- Sponsored -

জবাবে ব্যাট করতে নেমে ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানে শেষ হয় সিএসকে-র ইনিংস। সর্বাধিক ৪৩ রান করেন ফাফ ডুপ্লেসিস। ২১ বলে ২৬ রান করেন কেদার যাদব। আবারও ব্যর্থ শেন ওয়াটসন, অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াররা। দিল্লির বোলিং সামলাতে রীতিমতো নাজেহাল চেন্নাই। যত সময় এগিয়েছে ততই প্রতিওভারে জয়ের জন্য টার্গেট সুদীর্ঘ হয়েছে। কিন্তু টার্গেট পূরণ করবেন কে? সেই উত্তর অজানাই থেকে গেল মাহির দলের কাছে। এদিন ৪৪ রানে হারের সঙ্গে পর-পর দুই ম্যাচ হেরে সিরিজে অনেকটাই ব্যাকফুটে চেন্নাই। অন্যদিকে দুই ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাস তুঙ্গে দিল্লির।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.