Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মাত্রাছাড়া সংক্রমণ! কলকাতায় প্রতি দুজনের মধ্যে একজন কোভিড পজিটিভ

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে যখন করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে তখন চিন্তার ভাঁজ কলকাতায়। সম্প্রতি শহরের এক নামকরা ল্যাবেরোটরির আরটি-পিসিআর পরীক্ষায় জানা যাচ্ছে, কলকাতায় প্রতি দুজনের মধ্যে একজন কোভিড পজিটিভ। শহর কলকাতার এই মাত্রাছাড়া সংক্রমণে বিশেষ উদ্বিগ্ন চিকিৎসক মহল। রিপোর্টে আরও জানা যাচ্ছে কলকাতায় করোনা সংক্রমণের হার ৪৫ থেকে ৫৫ শতাংশ। সেখানে রাজ্যের অন্য অংশে সংক্রমণের হার মাত্র ২৪ শতাংশ।

- Sponsored -

এদিকে রবিবার স্বাস্থ্য দফতরের ব্যুলেটিনে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। যা এখনও পর্যন্ত ১ দিনে আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ৩ হাজার ৭৭৪ জন। কলকাতাতে মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতায় সংক্রমণের এই ঊর্ধ্বগামিতায় স্বভাবতই উদ্বিগ্ন রাজ্য প্রশাসন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.