প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং, বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৯৫০ সালে সেনাবাহিনীতে যোগদান করলেও যশোবন্ত সিং ১৯৬০ সালে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চাকরি থেকে ইস্তফা দেন। অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ছিলেন যশোবন্ত সিং। বিদেশ মন্ত্রী পদেও ছিলেন তিনি।
২০০৯ সালে দার্জিলিং কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন যশোবন্ত। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “যশোবন্ত সিং প্রচণ্ড অধ্যাবসায়ের সঙ্গে প্রথমে সৈনিক এবং পরে দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সেবা করেছেন। অটলজির মন্ত্রিসভায় যশোবন্ত সিংজি বিদেশ, অর্থ, প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।” প্রধানমন্ত্রী জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে তথা কংগ্রেস নেতা মানবেন্দ্র সিংয়ের সঙ্গেও কথা বলেছেন তিনি।
Comments are closed.