Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যশপাল শর্মার, শোকস্তব্ধ ক্রীড়ামহল

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। শোকজ্ঞাপন করেছেন কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, জয় শাহ, অনুরাগ ঠাকুর-সহ অনেকেই। ১৯৭৮ থেকে ১৯৮৫ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন যশপাল। সাত ও আটের দশকে ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন পঞ্জাবের এই তরুণ। ১৯৭৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। ১৯৮৩ বিশ্বকাপে ভারতের ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন যশপাল। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যশপালের গুরুত্বপূর্ণ ৬০ রানের ইনিংসের জেরে ভারত ফাইনালে ওঠে।

- Sponsored -

১৯৫৪ সালের ১১ অগস্ট পঞ্জাবের লুধিয়ানায় জন্ম যশপালের। বিজয় হাজারে, দলীপ ট্রফি-সহ একাধিক প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ দাপটের সঙ্গেই খেলেছেন যশপাল। ভারতের হয়ে ৩৭ টেস্টে ১,৬০৬ রান করেন যশপাল। তাঁর ব্যাটিং গড় ৩৩.৪৫। দু’টি শতরান এবং ৯টি অর্ধশতরান করেন তিনি। সর্বোচ্চ স্কোর ১৪০। ৪২টি একদিনের আন্তর্জাতিকে ২৮.৪৮ গড়ে ৮৮৩ রান করেন যশপাল। তিনি চারটি অর্ধশতরান করেন। সর্বোচ্চ স্কোর ৮৯।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.