স্প্যানিশ ম্যাটাডর বনাম ইতালিয়ান স্টাইল, ইউরোয় প্রথম সেমিতে নজর ফুটবল বিশ্বের
সাম্যজিৎ ঘোষ
ইউরোর শেষ চারের যুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি ইতালি ও স্পেন। স্প্যানিশ ম্যাটাডর বনাম ইতালিয়ান স্টাইল, ইউরোয় প্রথম সেমিতে নজর ফুটবল বিশ্বের। দু দলই এই নিয়ে পাঁচবার করে শেষ চারে উঠল। এর আগে নকআউটে ইতালি-স্পেন লড়াইয়ে ইতালি তিনবার ও স্পেন এবার জিতেছে। এবার গ্রুপ পর্ব থেকে দু’দলই সব ম্যাচ জিতেছে। মহারণে নামার আগে ইতালীয় কোচ রবের্তো মানচিনি জানিয়ে দিয়েছেন স্পেনকে সমীহ করলেও ভয় পাচ্ছেন না।
প্রতিপক্ষ যদি পাসিং ফুটবলে বিশ্বাসী হয়, ইতালি নিজের ঘরানার ফুটবলে ভরসা রেখেই খেলতে নামবে। স্পেনের কোচ লুইস এনরিকে আবার হুঙ্কার দিয়েছেন, তাঁর দলই ইউরোপের সেরা। বিপক্ষ নিয়ে কোনও রকম দুশ্চিন্তা নেই তাঁর। মানচিনি বলেছেন, ‘স্পেনের মতো বড় দলের বিরুদ্ধে লড়াইটা আমরা উপভোগ করতে চাই। আশা করি, সফল হয়েই মাঠ ছাড়ব।’
🇮🇹🆚🇪🇸 Italy face Spain in the semi-finals 🔜
All you need to know before the big game! Where to watch, TV channels and live streams, team news, form guide & expert views 👇
— UEFA EURO 2020 (@EURO2020) July 6, 2021
অন্যদিকে স্পেনের কোচ লুইস এনরিকে জানিয়েছেন, সেরা চার দলের মধ্যে তাঁর দলই শ্রেষ্ঠ। বলেছেন, ‘স্পেন ইউরোপের সেরা আট দলের অন্যতম। সেরা চার দলের মধ্যে আমরা অন্যতম। বলা যেতে পারে শ্রেষ্ঠ। অন্তত কোচ হিসেবে আমি তাই মনে করি।’ এনরিকে আরও জানিয়েছেন, স্পেন এই মুহূর্তে শুধুমাত্র ইউরোপ সেরা হওয়ার কথাই ভাবছে। তাঁর কথায়, ‘এই জায়গায় এসে যদি জেতার কথা না চিন্তা করি, তা হলে সেটা অপরাধ হবে। স্পেন ইউরো জেতার জন্যই ঝাঁপিয়ে পড়বে।’
দুই কোচের বাকযুদ্ধে উত্তজনার পারদ আকাশছোঁয়া। সন্দেহ নেই টুর্নামেন্টের সেরা ম্যাচ হতে চলেছে দুই সেরা দলের এই লড়াইয়ে।
Comments are closed.