তরুণীকে খুনের চেষ্টায় অভিযুক্ত যুবক এন্টালি থানার জালে

নিজস্ব সংবাদদাতা : নারকেলডাঙায় তরুণীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ট্যাংরার ডিসি দে রোড থেকে শুক্রবার রাতে মহম্মদ রাজা নামে এক যুবককে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। সূত্রের খবর, আক্রান্ত তরুণীর সঙ্গে ধৃত রাজার সম্পর্ক বেশ কয়েকদিনের। মাঝে মাঝে ওই তরুণীকে এন্টালি কামারডাঙায় রেল আবাসনের একটি ঘরে নিয়ে যেত। দুজনেই মাদকাসক্ত বলে পুলিশ জানতে পেরেছে। সেই আবাসনের ঘরেই বিবাদ বাঁধলে তরুণীকে খুনের চেষ্টা করে রাজা। ইট দিয়ে মাথায় মেরে রক্তাক্ত অবস্থায় বাথরুমে তরুণীকে ফেলে পালিয়ে যায় ওই যুবক।
রক্তাক্ত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। জ্ঞান ফিরলে ঘটনার কথা সবিস্তারে জানান এন্টালি থানার পুলিশকে। তরুণীর বয়ান অনুযায়ী স্কেচ করা হয় আততায়ীর। খতিয়ে দেখা হয় কামারডাঙায় রেল আবাসন এলাকার সিসিটিভি ফুটেজ। এরপরই কড়েয়া থেকে গ্রেফতার হয় বছর ২৪-এর মহম্মদ রাজা নামে ওই যুবক। তরুণীকে মারধরের কথা স্বীকার করেছে অভিযুক্ত, বলেই জানিয়ে পুলিশ।
Comments are closed.