ফের হার অস্ট্রেলিয়ার, টি-২০ সিরিজ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
বেঙ্গল ফাস্ট : অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নিল ইংল্যান্ড। আজ দ্বিতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অ্যারন ফিঞ্চ ৩৩ বলে ৪০ রান করেন। ২৬ বলে ৩৫ রান করেন স্টোইনিস। ১৮ বলে ২৬ রান করেন ম্যাক্সওয়েল।
জবাব দিতে নেমে বাটলার ও মালানের ব্যাটিং নৈপুণ্যে ৭ বল বাকি থাকতেই ম্যাচে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। বাটলার ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। সঙ্গে মালান করেন ৩২ বলে ৪২ রান। তিন ম্যাচের সিরিজে পর পর দুই ম্যাচ জিতে টি-২০ সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল ইংল্যান্ড।
Comments are closed.