ভরাডুবি পাকিস্তানের, ইংল্যান্ডের জয়ের নায়ক বাটলার ও ওকস

সৌরভ রায়
প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে ম্যাচের রাশ প্রায় নিজেদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল পাকিস্তান। আর প্রথম ইনিংসে ইংরেজদের তাসের ঘরের মতো ভেঙে যাওয়া দেখে মনে হচ্ছিল জয় নিশ্চিত আজহার আলির দলের। তবে দ্বিতীয় ইনিংসে মনে হল অতি আত্মবিশ্বাসী মানসিকতাই হারের কারণ হয়ে দাঁড়াল পাকিস্তানের।
প্রথম ইনিংসে ৩২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানেই অলআউট হয়ে যায় তারা। একটু ধরে ব্যাটিং করে আরও ১৫০ রান যোগ করতে পারলে হয়ত ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জন্য মাত্র টার্গেট ছিল ২৭৭ রান। হাতে ছিল দুইদিন। ফলে কোনও রকম ব্যস্ততা না দেখিয়ে ধীরগতিতে খেলে চতুর্থ দিনেই ৩ উইকেটে টেস্ট জিতে নিল জো রুটের দল। তবে এদিনও ১১৭ রানের মধ্যে প্রথম ৫ উইকেট খুঁইয়ে ফের দেওয়ালে পিঠ ঠেকে যায় ব্রিটিশদের। তখন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের ম্যাচ জয়ের ক্ষীণ সম্ভাবনা প্রবল করে তুলেছেন মহম্মদ আব্বাস, ইয়াসির শাহরা। কিন্তু পাকিস্তানের সম্ভাবনায় যেন হঠাৎই ঢাল হয়ে দাঁড়ালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জোস বাটলার এবং অল-রাউন্ডার ক্রিস ওকস।
বাটলার ও ওকস জুটির দুরন্ত লড়াইয়ে ভর করে জয় নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড। ১০১ বলে ৭৫ রান করেন বাটলার। অন্যদিকে ৮৪ রানে অপরাজিত থেকে দেশকে জয়ী করেই মাঠ ছাড়লেন অন্যতম তারকা ওকস। ৭ উইকেট হারিয়ে জিতে নেয় ইংরেজরা। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন ইয়াসির শাহ। দুই ইনিংসে ভালো ব্যাটিং করার পাশাপাশি চারটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অল-রাউন্ডার ক্রিস ওকস। ১৩ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তবে প্রথম টেস্ট জিতে মনোবল এখন তুঙ্গে ইংরেজদের।
ছবি ঋণ : ইন্টারনেট
Comments are closed.