ইউক্রেনকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড, জোড়া গোল হ্যারি কেনের
সাম্যজিৎ ঘোষ
ইউরো কাপে ব্রিটিশ আক্রমণের ত্রিফলায় বিদ্ধ হল ইউক্রেন। শেষ আটের লড়াইয়ে ইউক্রেনকে চার শূন্য গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে গেল ইংল্যান্ড। জোড়া গোল করলেন হ্যারি কেন। প্রথম থেকেই জিনচেঙ্কোদের বিরুদ্ধে আক্রমণের ঝড় তোলে ইংল্যান্ড। শুরুতেই গোল পেয়ে যান হ্যারি কেন। গোলের পর ইউক্রেন ম্যাচে ফেরার চেষ্টা করলেও তেমনভাবে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।
62nd appearance for England 💪
1st goal for the Three Lions ⚽️🏴 Unforgettable moment for Jordan Henderson! @JHenderson | @England | #EURO2020 pic.twitter.com/4Naa6kJ6Yk
— UEFA EURO 2020 (@EURO2020) July 3, 2021
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ইংল্যান্ড। ম্যাগিয়ার, কেন, হেন্ডারসন ব্যবধান বাড়ান। তৃতীয় গোলের পর আর ম্যাচে ফেরার কোনও সুযোগই ছিল না ইউক্রেনের। এখনও কোনও ম্যাচে গোল না হজম করে শেষ চারে উঠে নতুন নজির কেনদের। নকআউটেও ১৯৬৬ সালের পর এত বড় ব্যবধানে জয় পেয়ে নজির সাউথগেটের দলের। শেষ চারে ইংল্যান্ডের সামনে ডেনমার্ক।
Comments are closed.