হ্যারি কেন ঝড়! ডেনমার্ককে ২-১ গোলে হারাল সাউইগেটেরে ছেলেরা

সাম্যজিৎ ঘোষ
৫৫ বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। ডেনমার্ককে ২-১ গোলে হারাল সাউইগেটেরে ছেলেরা। শেষ মুহূর্তে গোল করে নায়ক হ্যারি কেন। ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ষাট হাজার দর্শকের প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু শুরুতেই চমকে দেয় ডেনমার্ক। ৩০ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন ড্যামসগার্ড। তবে ৯ মিনিট পরেই প্রত্যাঘাত করে ইংল্যান্ড। স্টারলিং-এর দৌড় সামলাতে হিমশিম খেয়ে ডেনমার্ক রক্ষণ আত্মঘাতী গোল করে বসে। স্টারলিং-এর জোরালো ক্রস ড্যানিশ অধিনায়ক জায়েরের পায়ে লেগে গোলে ঢুকে যায়।
🔊🔛🏴
🗣️ SO GOOD. SO GOOD. SO GOOD! #EURO2020 | #ENG | @England pic.twitter.com/6rLMFXd4Q7
— UEFA EURO 2020 (@EURO2020) July 7, 2021
এরপর ইংল্যান্ড ডলবার্গদের ওপর চাপ বাড়ালেও গোল আসেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় প্রচেষ্টায় জয়ের গোল করেন হ্যারি কেন। যদিও পেনাল্টি নিয়ে বিতর্ক থামছে না। এবারও গোলের পিছনে বড় ভূমিকা সেই স্টারলিং-এর। পেনাল্টি বক্সের মধ্য ডেন ডিফেন্ডারের ধাক্কায় পড়ে যান স্টারলিং। কিন্তু ডেনমার্কের দাবি ওটা পেনাল্টি নয়। তবে সব কিছু এখন চাপা পড়ে গেছে কেনদের নতুন নজিরে। ৫৫ বছর পর ফাইনালে ওঠার খরা কাটল ইংল্যান্ডের। ওয়েম্বলিতে ঘরের মাঠে সমর্থকদের নতুন স্বপ্ন দেখা শুরু হয়ে গেল।
Comments are closed.