ইউরোয় জয় দিয়ে অভিযান শুরু ইংল্যান্ডের, নজরকাড়া ফুটবল খেলল স্টার্লিংরা
নিজস্ব সংবাদদাতা : জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল ইংল্যান্ড। ডি গ্রুপের ম্যাচে লুকা মদ্রিচদের ১-০ গোলে হারাল গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ৫৭ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন রহিম স্টার্লিং। ক্রোয়েশিয়ার ডিফেন্সকে কার্যত দাঁড় করিয়ে গোল করেন মিডফিল্ডার স্টার্লিং। এই প্রথম বার ইউরোতে জয় দিয়ে যাত্রা শুরু করল ইংল্যান্ড। ঘরের মাঠে সমর্থকদের ‘ইটস কামিং হোম’ উল্লাসে নজরকাড়া ফুটবল খেলল ফিল ফডেনরা।
🏴 Raheem Sterling continues his fine form for England 🔥@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/KqJuJb9qW1
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021
এদিন বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার থেকে বেশি দাপট দেখা গেছে ইংল্যান্ডের ফুটবলারদের। ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল হ্যারি কেনদের। স্টার্লিংয়ের পাস থেকে শট নেন ফিল ফডেন। কিন্তু গোল মিস হয়। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে ইংল্যান্ড থাকলেও তাদের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়েছে মদ্রিচরা। বারবার ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ এবং কোভাচ্চিরা মাঝমাঠে চাপে ফেলেছেন সাউথগেটের ছেলেদের।
Comments are closed.