Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

না-ফেরার দেশে ‘শঙ্খপুরের সুকন্যা’ স্বাতীলেখা সেনগুপ্ত

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত (Swastilekha Sengupta)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১। বুধবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। টানা ২১ দিন ভর্তি ছিলেন আইসিইউতে। মঞ্চ দাপিয়ে বেড়ানো অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া সংস্কৃতি জগতে।

‘নান্দীকার’ (Nandikar) নাট্য দলের অন্যতম চালিকাশক্তি ছিলেন স্বাতীলেখা। স্বামী বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta) এবং কন্যা অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘ঘরে বাইরে’-র মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ‘বিমলা’ স্বাতীলেখা সেনগুপ্তর।  সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৮৪ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি। ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ চরিত্রায়ণ তাঁকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। এরপর বাংলা ছবির দর্শক বহু বছর তাঁকে আর বড় পর্দায় দেখতে পাননি। কিন্তু রূপোলি পর্দার বাইরে স্বাতীলেখা দাপিয়ে বেড়িয়েছেন থিয়েটারের মঞ্চে।

- Sponsored -

দীর্ঘ ৩১ বছর পরে সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই তিনি পর্দায় ফিরলেন ‘বেলাশেষে’ চলচ্চিত্রে। প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সৌজন্যে ফের বড় পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ২০১৫-য় ‘বেলাশেষে’র অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। ২০১৯-এ কাজ করেছেন পরিচালক সুদীপ চক্রবর্তীর ‘বরফ’ চলচ্চিত্রে। নন্দিতা-শিবপ্রসাদের ‘বেলাশেষে’র পর কাজ করেছিলেন ‘বেলাশুরু’ এবং রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ চলচ্চিত্রে। শ্যুটপর্ব সারা হলেও মুক্তি পাওয়ার আগেই না-ফেরার দেশে রওনা দিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব।

ইলাহাবাদে ১৯৭০-এ থিয়েটারে কাজ শুরু স্বাতীলেখার। ১৯৭৮ সালে কলকাতায় ফিরে ‘নান্দীকার’ নাট্যদলে যোগদান করেন। এরপর নান্দীকারের অন্যতম স্থপতি নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন তিনি। অভিনয় জীবনে সান্নিধ্য পেয়েছেন তাপস সেন, বিভি করন্থ এবং খালেদ চৌধুরীর মতো ব্যক্তিত্বদের। ‘শঙ্খপুরের সুকন্যা’, ‘মাধবী’, ‘পাতা ঝরে যায়’ নাটকে স্বাতীলেখার মঞ্চাভিনয় জনশ্রুতি হয়ে আছে দর্শকমনে। ভারতীয় থিয়েটারে অসামান্য অবদানের জন্য ২০১১ সালে পান ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি’ পুরস্কার। পাশাপাশি ‘পশ্চিমবঙ্গ নাট্য অকাদেমি’-সহ পেয়েছেন বহু পুরস্কার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.