প্রয়াত প্রথিতযশা নৃত্যশিল্পী অমলাশঙ্কর
বেঙ্গল ফাস্ট : প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর। প্রথিতযশার মৃত্যুর খবর শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাতনি শ্রীনন্দাশঙ্কর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই শুক্রবার ভোরে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে এই মহীরুহর। নিজের ছবি আপলোড করে ঠাকুমার মৃত্যুর খবর দিয়ে নাতনি শ্রীনন্দা লিখেছেন, ‘১০১ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন ঠাম্মা। গত মাসেই তাঁর জন্মদিন পালন করেছিলাম। মুম্বই থেকে কলকাতার কোনও উড়ান নেই, তাই খুব অস্থির লাগছে। মন ভেঙে গিয়েছে। ওঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। ঠাম্মা, তোমাকে খুব ভালবাসি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
Today my Thamma left us at the age of 101. We just celebrated her birthday last month.
Feeling so restless that there is no flight from Mumbai to Kolkata. Heartbroken 💔
May her soul Rest in peace. This is an end of an era. Love you Thamma. Thank you everything. #AmalaShankar pic.twitter.com/tDh2dkdRhn— Sreenanda Shankar (@Sreenanda) July 24, 2020
বিখ্যাত কোরিয়োগ্রাফার উদয়শঙ্করের সহধর্মিনী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতাশঙ্করের মা অমলাশঙ্করের মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর গুণমুগ্ধরা।
১৯১৯ সালের ২৭ জুন বাংলাদেশের যশোরে জন্ম অমলাশঙ্করের। মাত্র ১১ বছর বয়সে ১৯৩১ সালে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেন অমলা। স্বামী ও গুরু উদয়শঙ্করের সঙ্গে সেই থেকে আলাপ। সেই আলাপের সূত্র ধরেই পরবর্তীতে সাতপাঁকে বাঁধা পড়লেন উদয়শঙ্করের সঙ্গে ১৯৪২ সালে। উদয়-অমলা জুটি তখন দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। ১৯৪২ সালে উদয়-অমলার সাংসারিক জীবনে কোল আলো করে আসেন প্রথম সন্তান আনন্দশঙ্কর। সুরকার আনন্দশঙ্করও সঙ্গীতজগতে দাপিয়ে বেড়িয়েছেন। এরপর ১৯৫৫-র জানুয়ারিতে জন্ম কন্যা মমতাশঙ্করের। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয়শঙ্কর। উদয়-অমলার পরবর্তীতে নৃত্য পরম্পরা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতাশঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রীশঙ্কর।
১৯৪৮ সালে ‘কল্পনা’ নামে একটি ছবিতে অভিনয় করেন অমলা। ছবির চিত্রনাট্য, পরিচালনা ও সহ-প্রযোজনায় ছিলেন স্বয়ং স্বামী-গুরু উদয়শঙ্কর। এ ছবিতে অভিনয়ও করেন উদয়শঙ্কর। ২০১২-র কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হলে ৮১ বছর বয়সে সেখানে হাজির হন এই প্রথিতযশা নৃত্যশিল্পী। ‘কল্পনা’ ছবিতে উমার চরিত্রে অভিনয় করেন অমলাশঙ্কর। কান চলচ্চিত্র উৎসবে ‘উমা’র নৃত্যাভিনয় সকলের মন কাড়ে ও প্রশংসিত হয়।
Saddened at the passing away of legendary danseuse Amala Di (Shankar). She was an inspiration for dancers across generations. Her demise is an end of an era. We had conferred the Banga Bibhushan award on her in 2011. My heartfelt condolences to her family and her many admirers
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2020
কিংদন্তির মৃত্যুতে গুণমুগ্ধদের পাশাপাশি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অমলাশঙ্করের মৃত্যুতে নৃত্যজগতের অপূরণীয় ক্ষতি হল। নৃত্যশিল্পীদের কাছে অনুপ্রেরণা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে একটি যুগের সমাপ্তি হল। আমরা ২০১১ সালে তাঁকে বঙ্গ বিভূষণ পুরষ্কার দিয়েছি। তাঁর পরিবার-পরিজনদের আমার আন্তরিক সমবেদনা।’
Comments are closed.