বিশিষ্ট শিল্পীর প্রয়াণ, মুহ্যমান সংগীতজগৎ
সৌরভ সেন
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে উত্তর কলকাতার বাসভবনে প্রয়াত হলেন প্রখ্যাত সারেঙ্গি-শিল্পী বিজয় মিশ্র। বয়স হয়েছিল ৪৬ বছর। আদতে বারাণসীর এক শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যবাহী পরিবারে তাঁর জন্ম। বেড়ে ওঠা এই কলকাতাতেই। সুপরিচিত সারেঙ্গি-শিল্পী প্রয়াত পণ্ডিত কানাইলাল মিশ্রের পুত্র তিনি। অল্প বয়স থেকেই নিজের পরিবারের বিভিন্ন গুণীজনের প্রশিক্ষণে তিনি নিজেকে তৈরি করে তোলেন কঠোর অনুশীলনের মধ্য দিয়ে।
সারা ভারতে শাস্ত্রীয় সংগীতের নামজাদা সব কনফারেন্সে তাঁর অনুষ্ঠান ছিল নিয়মিত। নৃত্য, তবলা তথা কণ্ঠসংগীতের শ্রদ্ধেয় শিল্পীদের সঙ্গে তাঁর কুশলী বাদন সাধারণ শ্রোতৃবর্গ তথা সমঝদারদের প্রশংসা পেয়ে এসেছে। দক্ষতা ও বুদ্ধিমত্তার মিশেলে তাঁর বাদন বিভিন্ন আঙ্গিকে প্রতিভাত হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শ্রীমিশ্রের আকস্মিক প্রয়াণে মুষড়ে পড়েছে উচ্চাঙ্গ সংগীতমহল।
Comments are closed.