করোনা পরিস্থিতির অবনতির জন্য দায়ী নির্বাচন কমিশন : মাদ্রাজ হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা : দেশের করোনা পরিস্থিতির অবনতির জন্য সবথেকে বেশি দায়ী নির্বাচন কমিশন। কার্যত এই ভাষাতেই কড়া পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। বিশেষজ্ঞদের মতে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি যেভাবে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়েছে, তার জন্যই বেড়েছে করোনা সংক্রমণ। এদিন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চ জানায়, কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত।
একই সঙ্গে কমিশনকে সতর্ক করে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ভোট গণনার দিন করোনা বিধি মানতে তারা কী ব্যবস্থা নিচ্ছে তা ৩০ এপ্রিলের মধ্যে জানাতে হবে। নতুবা প্রয়োজনে ২ মে ভোট গণনাও আদালত বন্ধ করে দেবে।
Comments are closed.