Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আগামী ২৪ ঘণ্টা প্রচারে ‘না’ মমতাকে! নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নিজস্ব সংবাদদাতা : পঞ্চম দফার ভোটের আগে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আগামী ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাত ৮টা থেকে আগামিকাল রাত ৮টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করল কমিশন। প্রতিবাদে মঙ্গলবার বেলা ১২টায় গান্ধিমূতির পাদদেশে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

এদিকে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ট্যুইটারে ডেরেক জানিয়েছেন, ‘এটা গণতন্ত্রের পক্ষে কালো দিন।’ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষও। তিনি জানিয়েছেন, ‘অভিযোগ, স্বেচ্ছাচারী, হিটলারি কায়দায় ভোট করতে চাইছে নির্বাচন কমিশন। বুলেটের ডগায় রেখে ভোট করানো হচ্ছে। মমতা সেই কাজের প্রতিবাদ করায় বিজেপির রাজনীতি দিয়ে তাঁকে থামানোর চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বাংলার মানুষ ভোটের মাধ্যমে এই কাজের জবাব দেবেন।’

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। একটি মন্তব্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সংক্রান্ত, অপর মন্তব্যটি ছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও প্রসঙ্গে। এই দুই মন্তব্যের জেরে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। এর পরই ৭ এপ্রিল তৃণমূল নেত্রীকে শোকজ করে নির্বাচন কমিশন। ৯ তারিখ সেই শোকজের জবাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগে মমতাকে পাঠানো নোটিশের জবাবে তারা সন্তুষ্ট নয়। সে কারণেই ২৪ ঘণ্টার এই নিষেধাজ্ঞা। কমিশন জানিয়েছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ (৩) ও ৩ (এ) ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৯ এবং ৫০৫ ধারা ভঙ্গ করেছেন মমতা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.