২ মে ও পরবর্তীতে বিজয় মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা: আগামী ২ মে ভোট গণনার দিন বা পরের দিন যে কোনও ধরনের বিজয় মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। করোনা ভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতেই বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। এক নির্দেশে কমিশনের তরফে বলা হয়েছে, ভোট গণনার পর রিটার্নিং অফিসারের কাছে শংসাপত্র নিতে জয়ী প্রার্থী বা তাঁর প্রতিনিধির সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না।
এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্ট কোভিডে প্রচার বন্ধ সংক্রান্ত মামলার এক শুনানিতে কমিশনকে নির্দেশ দেয়, ‘খাতায়-কলমে সার্কুলার জারি করে কোনও লাভ নেই। কমিশনের যা ক্ষমতা রয়েছে, আধিকারিকদের সেই ক্ষমতা সর্বশক্তি দিয়ে প্রয়োগ করতে হবে।
Comments are closed.