Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভোটের ‘অষ্টপ্রহর’, ঘোষণা নির্বাচন কমিশনের

মৌমিতা বসাক

বাংলায় বাজল ভোটের দামামা। দিল্লির বিজ্ঞানভবন থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলার ২৯৪টি আসনে ৮ দফায় ভোট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ভোট। ফল ঘোষণা ২ মে রবিবার।

ভোট নির্ঘণ্ট একনজরে

প্রথম দফা: ২৭ মার্চ (শনিবার)– ৩০টি আসন (পুরুলিয়া (৯ আসন), বাঁকুড়া (৪ আসন), ঝাড়গ্রাম (৪ আসন), পশ্চিম মেদিনীপুর ভাগ ১(৬ আসন), পূর্ব মেদিনীপুর ভাগ ১(৭ আসন)

দ্বিতীয় দফা: ১ এপ্রিল(বৃহস্পতিবার) – ৩০টি আসন (বাঁকুড়া ভাগ ২(৮ আসন), পশ্চিম মেদিনীপুর ভাগ ২ (৯ আসন), পূর্ব মেদিনীপুর ভাগ ২(৯ আসন), দক্ষিণ ২৪ পরগনা ভাগ ১ (৪ আসন)

তৃতীয় দফা: ৬ এপ্রিল(মঙ্গলবার) – ৩১টি আসন (হাওড়া ভাগ ১(৭ আসন), হুগলি ভাগ ১(৮ আসন), দক্ষিণ ২৪ পরগনা ভাগ ২(১৬ আসন)

চতুর্থ দফা: ১০ এপ্রিল(শনিবার) – ৪৪টি আসন (হাওড়া ভাগ ২(৯ আসন), হুগলি ভাগ ২(১০ আসন), দক্ষিণ ২৪ পরগনা ভাগ ৩(১১ আসন), আলিপুরদুয়ার (৫ আসন), কোচবিহার (৯ আসন)

পঞ্চম দফা: ১৭ এপ্রিল(শনিবার) – ৪৫টি আসন (উত্তর ২৪ পরগনা ভাগ ১(১৬ আসন), নদিয়া ভাগ ১ (৮আসন), পূর্ব বর্ধমান ভাগ ১(৮ আসন), দার্জিলিং (৫ আসন), কালিম্পঙ (১ আসন), জলপাইগুড়ি(৭ আসন)

ষষ্ঠ দফা: ২২ এপ্রিল(বৃহস্পতিবার) – ৪৩টি আসন (উত্তর ২৪ পরগনা ভাগ ১ (১৭ আসন), নদিয়া ভাগ ১(৯আসন), পূর্ব বর্ধমান ভাগ ২(৮ আসন), উত্তর দিনাজপুর (৯ আসন)

সপ্তম দফা: ২৬ এপ্রিল(সোমবার) – ৩৬টি আসন (মালদা ভাগ ১ (৬ আসন), মুর্শিদাবাদ ভাগ ১(১১ আসন), পশ্চিম বর্ধমান( ৯ আসন), দক্ষিণ কলকাতা (৪ আসন), দক্ষিণ দিনাজপুর (৬ আসন)

অষ্টম দফা: ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) – ৩৫টি আসন (মালদা ভাগ ২ (৬ আসন), মুর্শিদাবাদ ভাগ ২(১১ আসন), বীরভূম (১১ আসন), উত্তর কলকাতা (৭ আসন)

বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ ৩০ মে পর্যন্ত: অরোরা

করোনা বিধি মেনে ভোট পরিচালনায় বদ্ধপরিকর কমিশন: অরোরা

বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে নির্ঘন্ট, পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়: অরোরা

- Sponsored -

২০২১ সালে পশ্চিমবঙ্গে ৩১.৬৫ শতাংশ ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। বাংলায় বুথের সংখ্যা ১,০১,৯১৬: অরোরা

প্রত্যেকে কেন্দ্রে বুথ হবে একতলাতেই: অরোরা

ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে: অরোরা

করোনা আবহে ভোটদানের সময় একঘণ্টা বৃদ্ধি: অরোরা

সব ভোটকর্মীদের টিকাকরণ: অরোরা

৮০ বছরের ঊর্ধ্বে ভোটকেন্দ্রে এসে ভোটদানে অক্ষম ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা: অরোরা

ভোটের সুরক্ষায় রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী: অরোরা

বাংলার নির্বাচনে ৪জন পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস, বিবেক দুবে: অরোরা

পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার: অরোরা

ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে: অরোরা

অনলাইনে মনোনয়ন জমার সুবিধা, অফলাইনে মনোনয়ন জমার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে সর্বাধিক দুইজনকে অনুমতি: অরোরা

রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি: অরোরা

বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন: অরোরা

প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তৈরি করতে হবে তার তালিকাও: অরোরা

বাংলার পাশাপাশি কেরলে, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতেও নির্বাচন। কেরলে ৬ এপ্রিল ১৪০ আসনে ভোট একদফায়। তামিলনাড়ুতে ৬ এপ্রিল ২৩৪ আসনে ভোট একদফায়। অসমের ১২৬ আসনে ৩ দফায় ভোট। প্রথম দফা ২৭ মার্চ। পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন ৬ এপ্রিল একদফায়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.