ভোটের ‘অষ্টপ্রহর’, ঘোষণা নির্বাচন কমিশনের

মৌমিতা বসাক
বাংলায় বাজল ভোটের দামামা। দিল্লির বিজ্ঞানভবন থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলার ২৯৪টি আসনে ৮ দফায় ভোট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ভোট। ফল ঘোষণা ২ মে রবিবার।
ভোট নির্ঘণ্ট একনজরে
প্রথম দফা: ২৭ মার্চ (শনিবার)– ৩০টি আসন (পুরুলিয়া (৯ আসন), বাঁকুড়া (৪ আসন), ঝাড়গ্রাম (৪ আসন), পশ্চিম মেদিনীপুর ভাগ ১(৬ আসন), পূর্ব মেদিনীপুর ভাগ ১(৭ আসন)
দ্বিতীয় দফা: ১ এপ্রিল(বৃহস্পতিবার) – ৩০টি আসন (বাঁকুড়া ভাগ ২(৮ আসন), পশ্চিম মেদিনীপুর ভাগ ২ (৯ আসন), পূর্ব মেদিনীপুর ভাগ ২(৯ আসন), দক্ষিণ ২৪ পরগনা ভাগ ১ (৪ আসন)
তৃতীয় দফা: ৬ এপ্রিল(মঙ্গলবার) – ৩১টি আসন (হাওড়া ভাগ ১(৭ আসন), হুগলি ভাগ ১(৮ আসন), দক্ষিণ ২৪ পরগনা ভাগ ২(১৬ আসন)
চতুর্থ দফা: ১০ এপ্রিল(শনিবার) – ৪৪টি আসন (হাওড়া ভাগ ২(৯ আসন), হুগলি ভাগ ২(১০ আসন), দক্ষিণ ২৪ পরগনা ভাগ ৩(১১ আসন), আলিপুরদুয়ার (৫ আসন), কোচবিহার (৯ আসন)
পঞ্চম দফা: ১৭ এপ্রিল(শনিবার) – ৪৫টি আসন (উত্তর ২৪ পরগনা ভাগ ১(১৬ আসন), নদিয়া ভাগ ১ (৮আসন), পূর্ব বর্ধমান ভাগ ১(৮ আসন), দার্জিলিং (৫ আসন), কালিম্পঙ (১ আসন), জলপাইগুড়ি(৭ আসন)
ষষ্ঠ দফা: ২২ এপ্রিল(বৃহস্পতিবার) – ৪৩টি আসন (উত্তর ২৪ পরগনা ভাগ ১ (১৭ আসন), নদিয়া ভাগ ১(৯আসন), পূর্ব বর্ধমান ভাগ ২(৮ আসন), উত্তর দিনাজপুর (৯ আসন)
সপ্তম দফা: ২৬ এপ্রিল(সোমবার) – ৩৬টি আসন (মালদা ভাগ ১ (৬ আসন), মুর্শিদাবাদ ভাগ ১(১১ আসন), পশ্চিম বর্ধমান( ৯ আসন), দক্ষিণ কলকাতা (৪ আসন), দক্ষিণ দিনাজপুর (৬ আসন)
অষ্টম দফা: ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) – ৩৫টি আসন (মালদা ভাগ ২ (৬ আসন), মুর্শিদাবাদ ভাগ ২(১১ আসন), বীরভূম (১১ আসন), উত্তর কলকাতা (৭ আসন)
বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ ৩০ মে পর্যন্ত: অরোরা
করোনা বিধি মেনে ভোট পরিচালনায় বদ্ধপরিকর কমিশন: অরোরা
বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে নির্ঘন্ট, পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়: অরোরা
২০২১ সালে পশ্চিমবঙ্গে ৩১.৬৫ শতাংশ ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। বাংলায় বুথের সংখ্যা ১,০১,৯১৬: অরোরা
প্রত্যেকে কেন্দ্রে বুথ হবে একতলাতেই: অরোরা
ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে: অরোরা
করোনা আবহে ভোটদানের সময় একঘণ্টা বৃদ্ধি: অরোরা
সব ভোটকর্মীদের টিকাকরণ: অরোরা
৮০ বছরের ঊর্ধ্বে ভোটকেন্দ্রে এসে ভোটদানে অক্ষম ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা: অরোরা
ভোটের সুরক্ষায় রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী: অরোরা
বাংলার নির্বাচনে ৪জন পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, পুলিশ পর্যবেক্ষক মৃণালকান্তি দাস, বিবেক দুবে: অরোরা
পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার: অরোরা
ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে: অরোরা
অনলাইনে মনোনয়ন জমার সুবিধা, অফলাইনে মনোনয়ন জমার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে সর্বাধিক দুইজনকে অনুমতি: অরোরা
রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি: অরোরা
বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন: অরোরা
প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তৈরি করতে হবে তার তালিকাও: অরোরা
বাংলার পাশাপাশি কেরলে, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতেও নির্বাচন। কেরলে ৬ এপ্রিল ১৪০ আসনে ভোট একদফায়। তামিলনাড়ুতে ৬ এপ্রিল ২৩৪ আসনে ভোট একদফায়। অসমের ১২৬ আসনে ৩ দফায় ভোট। প্রথম দফা ২৭ মার্চ। পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন ৬ এপ্রিল একদফায়।
Comments are closed.