মায়ানমারে মৃত্যু ১৮ জন গণতান্ত্রিক কর্মীর

নিজস্ব সংবাদদাতা: ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই মায়ানমারের শাসন ক্ষমতা দখল নিয়েছিল সেনবাহিনী। গ্রেফতার করা হয়েছিল নেত্রী আন সান সুকি সহ গণতান্ত্রিক নেতাদের। সেনাপ্রধান ও তাঁর সহযোগীদের মত, শুরু থেকেই সেনশাসনে অভ্যস্ত মায়ানমারবাসী। তাই প্রতিবাদ ও উত্তেজনা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা ছিল তাঁদের। কিন্তু না তা আর বাস্তবে হল না।
গত ২৪ ঘণ্টায় মায়ানমারে সেনাদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৮ জন গণতান্ত্রিক কর্মীর। এই ঘটনায় জখম হয়েছেন প্রায় ৩০ জন। এমনই দাবি করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর।
Comments are closed.