সারদা তদন্তে সুরজিৎ কর পুরকায়স্থকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নিজস্ব সংবাদদাতা : সারদাকাণ্ডের তদন্তে এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে আগামী ২৫ মার্চ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মূলত সারদার টাকা পাচারে ও লেনদেনের বিষয়েই তাঁকে জেরা করবেন গোয়েন্দারা। এছাড়াও সারদার একাধিক অনুষ্ঠানে সুরজিৎ কর পুরকায়স্থকে দেখা গেছে বলেও জানতে পেরেছে গোয়েন্দারা। এ ব্যাপারে একটি ভিডিও হাতে এসেছে গোয়েন্দাদের।
অন্যদিকে, সারদা কাণ্ডে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রজত মজুমদার আজ ইডি দফতরে হাজিরা দেন। পাশাপাশি সারদাকাণ্ডে সিজিও কমপ্লেক্সে আজ হাজিরা দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে আজই তলব করে ইডি।
Comments are closed.