Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিং

নিজস্ব সংবাদদাতা : অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় গ্রেফতার কে ডি সিং (কানওয়ার দীপ সিং)। আর্থিক তছরুপ মামলায় তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে ২৩৯ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় কে ডি-র বিরুদ্ধে অভিযোগ বাজার থেকে প্রচুর পরিমাণ টাকা তোলা হয়েছিল। সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ফাইল চিত্র

- Sponsored -

অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিং ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। ২০২০ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি। এর আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকেও রাজ্যসভার সাংসদ হন তিনি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যসভার এই প্রাক্তন সাংসদকে মঙ্গলবার দিল্লির সদর দফতরে ডাকা হয়েছিল। প্রায় সাড়ে ছ’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর থেকে চাওয়া হয় বিভিন্ন নথি। একইসঙ্গে তাঁকে বুধবার আরও এক দফায় ডাকা হয়। কিন্তু সেখানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ নথি পেশ করতে পারেননি বলে সূত্রের খবর। তারপরই কেডি সিংকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছিলেন না প্রাক্তন সাংসদ।

এদিকে প্রাক্তন রাজ্যসভার সাংসদের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০১৩ সালেই তিনি কেডির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কিন্তু তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে দলে নিয়েছিলেন। তাই সেই ঘটনায় মুকুলকেও গ্রেফতার করা উচিত ইডির।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.