ভোটপ্রচারে পদযাত্রা, সাইকেল-বাইক-গাড়ির র্যালি নিষিদ্ধ, কড়া বিধিনিষেধ কমিশনের

নিজস্ব সংবাদদাতা : হাইকোর্টের ভর্ৎসনার পরই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। এবার বাংলায় সপ্তম এবং অষ্টম দফা ভোটের আগে আরও কঠোর বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। ভোটপ্রচারে পদযাত্রা, সাইকেল-বাইক-গাড়ির র্যালি নিষিদ্ধ। কোভিডবিধি মেনে কেবলমাত্র ৫০০ লোকের জনসমাগমে ছাড় কমিশনের। বৃহস্পতিবার কমিশনের তরফে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, অনেক রাজনৈতিক দল এবং প্রার্থীরা এখনও সুরক্ষাবিধি মেনে চলছে না। তাই কড়া বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশন জানিয়েছে, নতুন করে কোনও মিছিল রোড শো-র অনুমতি দেওয়া হবে না। যেগুলির অনুমতি দেওয়া হয়েছে সেগুলিও বাতিল হবে। আর যে সব সভার অনুমতি দেওয়া হয়ে গিয়েছে সেগুলিতেও জমায়েতের ক্ষেত্রে নতুন নির্দেশই মানতে হবে।
Comments are closed.