Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৭ বিধানসভা আসনে উপনির্বাচন স্থগিত

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

এখনই পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৭ বিধানসভা আসনে উপনির্বাচন স্থগিত রাখল নির্বাচন কমিশন। এ রাজ্যের ফালাকাটা বিধানসভা আসনের উপনির্বাচন বাকি রয়েছে। এছাড়াও কেরলের ২টি, অসমের ২টি, তামিলনাড়ুর ২টি বিধানসভা আসনে উপনির্বাচন বাকি রয়েছে। নির্বাচন কমিশনের তরফ বলা হয়েছে, রাজ্যগুলির মুখ্যসচিব এবং নির্বাচনী আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Sponsored -

২০১৬ বিধানসভা নির্বাচনে ফালাকাটা আসনে সিপিআইএম প্রার্থী ক্ষিতীশ চন্দ্র রায়কে হারিয়ে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী অনিল অধিকারী। তবে ২০১৯-এর ৩১ অক্টোবর অনিল অধিকারীর মৃত্যু হলে ফালাকাটা আসনটি ফাঁকা হয়। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। ততদিন পর্যন্ত আসনটি তাহলে কি ফাঁকা পড়ে থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.