শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে ইস্টবেঙ্গল

সৌরভ রায়
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। মোহনবাগানের সঙ্গে আগেই মার্জ হয়ে গিয়েছিল এটিকে-র। সবুজ-মেরুনের আইএসএল খেলতে কোনও বাধা নেই। এ বার সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলও দেশের মেগা টুর্নামেন্ট খেলতে চলেছে বলে ধরে নেওয়াই যায়।
বিনিয়োগকারী সংস্থা কোয়েস চলে যাওয়ার পর থেকেই ইনভেস্টরের খোঁজে ছিল। একাধিক কোম্পানির সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু সেই সব কোম্পানির সঙ্গে কথাবার্তা এগোলেও শেষ পর্যন্ত আর চুক্তি হয়নি। অবশেষে শ্রী সিমেন্টকেই ইনভেস্টর হিসেবে পাচ্ছে লাল-হলুদ শিবির। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের লোগো মশাল, জার্সির লাল-হলুদ রং একই থাকবে। সে সবে কোনও পরিবর্তন হবে না। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই এই পরিবর্তন গুলো আর আনা হবে না। যদিও লাল-হলুদ কর্তারা এ বিষয়ে মুখ খোলেননি।
Comments are closed.