মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইনভেস্টর লাল–হলুদে, এফএসডিএল-এর সবুজ সংকেতের অপেক্ষা
সৌরভ রায়
করোনা আবহেই নতুন ইনভেস্টর এল লাল–হলুদে। বিখ্যাত সংস্থা ‘শ্রী সিমেন্ট’ যুক্ত হল ইস্টবেঙ্গলের সঙ্গে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই লাল–হলুদ এবং ‘শ্রী সিমেন্ট’–এর আধিকারিকদের তরফে এই ঘোষণা করা হয়। সমস্ত আশা শেষ হওয়ার পরও কার্যত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ইনভেস্টর এল ইস্টবেঙ্গলে। তবে চলতি বছরেই আইএসএল খেলা হবে কিনা লাল–হলুদের, সেটা এবার নির্ভর করছে এফএসডিএল কর্তৃপক্ষের উপর। তবে মুখ্যমন্ত্রী আশাবাদী, এই মরশুমেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনা সংক্রমণ চলছে, নানারকম আর্থিক সংকট রয়েছে। তা সত্ত্বেও আমরা কেউ চাইনি ইস্টবেঙ্গল ক্লাব এই ১০০ বছর পর এসে তাঁরা আইএসএল খেলতে পারবে না। বা তাঁদের ক্লাবের মর্যাদাটা হারিয়ে যাবে। লক্ষ লক্ষ সমর্থক বঞ্চিত হোক এটা আমরা চাই না। আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান– সমস্ত দলকে ভালবাসি।’’ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস–সহ বাকিদের উপস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাব ও ইনভেস্টর সংস্থা ‘শ্রী সিমেন্ট’–এর আধিকারিকরা এই ঘোষণা করেন।
Comments are closed.