সাতসকালেই ভূমিকম্পে কাঁপল রাজ্য, তীব্রতা ৪.১

নিজস্ব সংবাদদাতা : সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, সকাল ৭ টা ৫৪ নাগাদ এই মৃদু কম্পন অনুভূত হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে।। ভূমিকম্পের উৎসস্থল নদিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
Earthquake of Magnitude:4.1, Occurred on 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 & Long: 88.36, Depth: 10 Km ,Location: 110km ENE of Durgapur, West Bengal, Indiafor more information https://t.co/r5wyQMQ2gf pic.twitter.com/RpTsM4foxE
— National Center for Seismology (@NCS_Earthquake) August 26, 2020
কম্পনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্পশহর দুর্গাপুরে। সাতসকালে কম্পন অনুভব করে ঘুম ভেঙে উঠেই বাড়ি থেকে দৌড়ে বেরিয়েও পড়েন অনেকে। তবে রাজ্যের বেশিরভাগ জায়গায় মানুষই ভূমিকম্পের টের পাননি। এর আগে ২১ অগস্টও বাংলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সেবার অবশ্য সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। তবে তীব্রতা খুবই কম ছিল। এক সপ্তাহের মধ্যেই দুইবার কেঁপে ওঠায় স্বাভাবিক ভাবে আতঙ্কে আছেন রাজ্যের মানুষ।
Comments are closed.