‘কংক্রিটের অরণ্যে অরণ্য সপ্তাহ’ বাম যুব সংগঠনের
শোভাঞ্জন দাশগুপ্ত
সবুজের ছোঁয়া দিতে কলকাতা শহরে অভিনব উদ্যোগ নিল বাম যুব সংগঠন। ‘কংক্রিটের অরণ্যে অরণ্য সপ্তাহ’ শীর্ষক অভিযানে পাঁচ হাজার মানুষের হাতে চারা গাছ তুলে দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কলকাতা জেলা কমিটি। ১৪ থেকে ২১ জুলাই অরণ্য সপ্তাহে তারা মানুষের পাশে দাঁড়াল। গাছ তাঁদের সন্তানের মতো বড় করতে হবে– এমন প্রতিশ্রুতি আদায় করলেন মানুষজনদের কাছ থেকে। গাছের অভিভাবক এখন থেকে তারাই। সবুজ অভিভাবক হয়ে শহরবাসী কার্যত আপ্লুত।
সাধারণ মানুষজনদের পাশাপাশি সমাজের বহু প্রতিষ্ঠিত ব্যাক্তির হাতে চারা গাছ তুলে দিলেন বাম যুব সংগঠনের কর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, পরিচালক সৌরভ পালোধি প্রমুখ।
চলতি বছরে প্রবল ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে শুধু কলকাতা শহরে ক্ষতিগ্রস্ত হয়ছে হাজার হাজার গাছ। বিশেষজ্ঞদের মতে আক্রান্ত হয়ছে কলকাতার ফুসফুস। সরকারি তরফে ইতিমধ্যে লাগানো হয়ছে প্রচুর গাছ। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এভাবে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার ব্যাপারে উৎসাহিত করার প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাদের এই উদ্যোগে যথেষ্ট সাড়া মিলেছে বলে জানান উদ্যোক্তারা।
Comments are closed.