‘দুয়ারে টিকা’ জলপাইগুড়ি পুরসভা এলাকায়, ১৪ জুন থেকে মিলবে পরিষেবা
নিজস্ব সংবাদদাতা : করোনা মহামারীর লাগাম টানতে কলকাতা, হাওড়ার পর এবার ‘দুয়ারে টিকা’ শুরু হতে চলছে জলপাইগুড়ি পুরসভা এলাকায়। আগামী সোমবার থেকে জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডে চালু হবে এই পরিষেবা। তার আগে বুধবার টিকাকরণ নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক দফতরে পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করল জেলা প্রশাসন। বৈঠকে জেলাশাসক মৌমিতা গোদারা বসু ছাড়াও ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক ও পুরসভার প্রতিনিধিরা।
পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছন, ‘এদিনের বৈঠকে ঠিক হয়েছে ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে শিবির করে। প্রথমে ৮০ বছরের ঊর্ধ্বদের দিয়ে টিকাকরণ শুরু হবে সিনিয়ারিটি অনুসারে। পাশাপাশি প্রতিবন্ধীদেরও শারীরিক অক্ষমতা গুরুত্ব দিয়ে বিবেচনা করে পরপর টিকা দেওয়া হবে। প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে বাসিন্দাদের সুবিধার্থে বাড়ির পাশের স্কুল বা কমিউনিটি হলে বসবে টিকাশিবির। মোট দুটি দল করে টিকা দেওয়া হবে।’
সৈকতবাবু আরও জানান, ‘প্রতিটি শিবিরে থাকবে অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। প্রত্যেক শিবির থেকে ৩০ জন করে মোট দুটি শিবির থেকে ৬০জনকে টিকা দেওয়া হবে। শিবিরে থাকবে চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শহরের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব, জলপাইগুড়ি ওয়েলফেয়ার এবং রোটারি ক্লাব প্রশাসনের সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।’
Comments are closed.