শহরে ফিরছে নীল-সাদা দোতলা বাস, মঙ্গলে উদ্বোধন মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : ঘোষণা আগেই করেছিল রাজ্য পরিবহণ দফতর। অবশেষে মহানগরীতে ফিরছে দোতলা বাস। শেষবার কলকাতায় দোতলা বাস চলেছিল ২০০৫ সালে। নস্টালজিক বাঙালিকে আবারও তার পুরনো স্বাদ ফিরিয়ে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁরই ইচ্ছায় বাঙালির ফেলে আসা স্মৃতির পরশে মাখবে রাজ্যবাসী। আগামীকাল নবান্ন থেকে দুটি বাসের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দোতলা বাস : নস্টালজিক বাঙালিকে পুজোর উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। pic.twitter.com/StccUcX5W6
— Bengal Fast (@bengal_fast) October 12, 2020
নীল-সাদা রংয়ের ঝা চকচকে এই দোতলা বাসের উপরতলার ছাউনি থাকছে পুরো খোলা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে আপাতত ৪৫ আসনের দু’টি দোতলা বাস তৈরি করিয়েছে জামশেদপুরের বেবকো সংস্থা থেকে। ধাপে ধাপে মোট ১০টি দোতলা বাস নিতে চায় রাজ্য। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের ছাড়পত্র মেলার পরই আগামীকাল থেকে পথে নামছে বাস দুটি। এই বাসগুলিতে থাকছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। তবে এই দোতলা বাসে থাকছে একটিই দরজা। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট সিট থাকছে ৫১টি, এরমধ্যে দোতলায় থাকবে ১৭টি।
Comments are closed.