অন্তিম প্রেসিডেন্ট নির্বাচন বিতর্কে ভারতকে ‘নোংরা’ দেশ বললেন ডোনাল্ড ট্রাম্প!
নিজস্ব সংবাদদাতা : জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে চিন, রাশিয়া ও ভারতের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চিনের দিকে তাকিয়ে দেখুন দেশটা খুব নোংরা। ভারত আর রাশিয়ার দিকেও দেখুন।কী নোংরা, দূষিত বাতাস।’
৩ নভেম্বর আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দ্বিতীয় তথা অন্তিম বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সঙ্গে জোর বিতর্ক হয় ট্রাম্পের। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার করা প্যারিস চুক্তি থেকে সরে আসা নিয়ে নিজের পিঠ বাঁচাতে উপমহাদেশের দেশের উপর দোষ চাপানোর পাশাপাশি তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেনের আবহাওয়ার পরিবর্তন মোকাবিলায় নেওয়া পরিকল্পনাকেও তীব্র কটাক্ষ করেছেন ট্রাম্প। প্যারিস আবহাওয়া চুক্তি থেকে বেরিয়ে আসার নিজের সিদ্ধান্তকে জোরালো ভাবে পেশ করতে গিয়ে টেনে আনেন চিন, রাশিয়া, ভারতের নাম।
এদিন ট্রাম্প বলেন, ‘‘চিনকে দেখুন। রাশিয়াকে দেখুন। দেখুন ভারতকে। বাতাস কী নোংরা! আমি প্যারিস চুক্তি থেকে সরে এসেছিলাম কারণ কয়েক ট্রিলিয়ন ডলার বাঁচানোর দরকার ছিল। তাছাড়া আমাদের সঙ্গে ভালো ব্যবহারও করা হয়নি।’’
উল্লেখ্য, এর আগে বিডেনের সঙ্গে প্রথম বিতর্কেও করোনা পরিসংখ্যান প্রসঙ্গে ভারতের সমালোচনা করে ট্রাম্প জানান, ‘‘আপনি জানেন না চিনে কত মানুষ মারা গিয়েছেন, রাশিয়ায় কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কত জন মারা গিয়েছেন। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না।’’
Trump : Fruits of Friendship
1) Questions India’s COVID death toll
2) Says India sends dirt up into the air
India “ air is filthy “3) Called India “ tariff king “
The result of “Howdy Modi “ !
— Kapil Sibal (@KapilSibal) October 23, 2020
এদিকে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিবাল ট্যুইটে খোঁচা দেন প্রধানমন্ত্রীকে। ট্যুইটে তিনি বলেন, ‘ট্রাম্প : বন্ধুত্বের ফল। ১. ভারতে কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন। ২. বলেছেন, ভারত বাতাস দূষিত করছে। ভারতের বাতাস নোংরা। ৩. ভারতকে শুল্ক বসানোর রাজা বলেছেন। ‘হাউডি মোদি’র পরিণাম’।
Comments are closed.