প্রত্যর্পণ মামলায় বড় ধাক্কা! চোকসিকে জামিন দিল ডমিনিকার আদালত
নিজস্ব সংবাদদাতা : মেহুল চোকসি প্রত্যর্পণ মামলায় বড় ধাক্কা ভারতের। সোমবার হিরে ব্যবসায়ী চোকসিকে জামিন দিল ডমিনিকার আদালত। তাকে অ্যান্টিগা-বারবুডায় ফেরত যাওয়ার অনুমতি দিল আদালত। ১৩ হাজার কোটি টাকার পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত চোকসিকে দেশে ফেরত আনার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে ভারত। ডমিনিকার আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় তদন্তকারী দল। কিন্তু আদালত অ্যান্টিগা-বারবুডায় চোকসিকে ফেরত যাওয়ার অনুমতি দেওয়ায় প্রত্যর্পণ মামলায় ধাক্কা খেল ভারত। জানা যাচ্ছে, স্নায়ুর রোগে আক্রান্ত চোকসিকে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি ১০ হাজার ইস্টার্ন ক্যারিবিয়ান ডলারের ব্যক্তিগত বন্ড জমা দিতে বলেছে আদালত।
Comments are closed.