প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটল জট! সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে স্বস্তিতে রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর সিঙ্গল বেঞ্চের জারি করা স্থগিতাদেশ, প্রত্যাহার করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত ফেব্রুয়ারি মাসে ১৬ হাজার ৫০০ শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। ২২ ফেব্রুয়ারি পর্ষদের নিয়োগে স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপাতত কোনও বাধা রইল না।
আদালত জানিয়েছে, আপাতত নিয়োগ পদ্ধতি চলতে পারে। ২ সপ্তাহে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আরও নির্দেশ, উল্লেখিত সময়সীমার মধ্যেই সমস্ত ডিআই, ডিপিএসসি ও পর্ষদের দফতরে প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীদের নামের তালিকা টাঙাতে হবে৷
এর আগে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, প্রার্থীদের মেধাতালিকায় অস্বচ্ছতা রয়েছে। সেই কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হোক। তার পরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার নতুন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
Comments are closed.