অনাথ শিশুদের ভাইফোঁটা ডিভাইন ব্রেথের
শোভাঞ্জন দাশগুপ্ত
বাঙালির কাছে ভাই-বোনের চিরন্তন সম্পর্কের প্রকাশ ঘটে ভাইফোঁটার দিন। এই আনন্দে থাবা বসিয়েছে এ বছরের অতিমারী করোনা। সকলেই সমস্যার মধ্যেও সাধ্যমতো চেষ্টা করেছে ভাইফোঁটা পালন করতে।
“ডিভাইন ব্রেথ” নামে স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল মধ্য কলকাতায় হিন্দ সিনেমার সামনে আয়োজন করেছিল ভাইফোঁটার অনুষ্ঠানের। অনাথ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের ভাইফোঁটা দেওয়া হয়। মোট ৫০জনকে ফোঁটা দেওয়া হয় এই দিন। তার মধ্যে ছিল ২০ জন অনাথ শিশু। বাচ্চাদের ফোঁটা দেন সংগঠনের সভানেত্রী নীহারিকা মুখোপাধ্যায়। উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট, মাস্ক, এবং টি শার্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সম্পাদক বিকাশরঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা জয়িতা বসু-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডিভাইন ব্রেথ সংগঠনটি সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখে। দুই হাজার কুড়ি সালের লকডাউনের সময়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের সময় এই সংগঠন ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ মানুষের সেবা করার তাগিদে। ভাইফোঁটার দিনও ব্যতিক্রম ঘটল না সেই প্রয়াসের।
Comments are closed.