ভরা কটালের সতর্কীকরণ! দিঘা উপকূলে মাইকিং জেলা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা। সমুদ্র ও নদীর পাড় ভেঙে গিয়েছে বহু জায়গায়। ইয়াসের ক্ষত সারতে না সারতে আবারও জলোচ্ছ্বাসে ভাসতে পারে গোটা এলাকা। আগামী ১১ জুন ভরা কটাল। তার জেরে সমুদ্র ও নদীর জল ফুলে-ফেঁপে উঠে ঘটতে পারে বিপত্তি। আর সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
বুধবার সকাল থেকে উপকূল এলাকায় করা হচ্ছে মাইকিং। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, ‘১০ তারিখ বিকেল থেকে কেউ যেন সমুদ্র উপকূল এলাকায় না থাকে। পাশাপাশি সমুদ্র পাড়ে যেন কেউ না যায়। কারণ ভরা কটালের ফলে ঝড়জলের ফলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। তাই সমুদ্র ও নদী-তীরবর্তী এলাকার মানুষরা উঁচু জায়গায় বা নিরাপদ স্থানে চলে যান।
সম্প্রতি মে মাসের ২৬ তারিখে ঘূর্ণিঝড় যশের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা। এবার তাই ভরা কটালের আগে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই প্রশাসন আগে থেকে সতর্ক করে দিচ্ছে জেলাবাসীকে।
Comments are closed.