শীতের পোশাক নিয়ে খালপাড় বাসিন্দাদের পাশে ভাষা ও চেতনা সমিতি, সঙ্গী আহ্নিক
রূপম চট্টোপাধ্যায়
বৃহস্পতিবার দুপুরে মানিকতলা খালপাড়ের সুবিধাবঞ্চিত মানুষদের হাতে আসন্ন শীতের দিনগুলোতে একটু উষ্ণতা পৌঁছে দিতে পোশাক তুলে দিল ভাষা ও চেতনা সমিতি। মহতী এই উদ্যোগের অন্যতম অংশীদার ছিল আহ্নিক। শীতবস্ত্র পেয়ে খুশি খালপাড়ের সুবিধাবঞ্চিত মানুষেরা।
এদিন ভাষা ও চেতনা পাঠশালার ১৫২ জন শিশু-কিশোর-কিশোরীকে তুলে দেওয়া হল সোয়েটার। এখনও ৬৮ জনকে শীতবস্ত্র তুলে দেওয়া বাকি। পরবর্তীতে তা তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠকরা। সোয়েটার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হক, কবি চন্দ্রশেখর ভট্টাচার্য, আহ্নিক সম্পাদক পূবালী-সহ আহ্নিকের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মানিকতলা খালপাড়ে ২০১৬ থেকে চলা ভাষা ও চেতনা পাঠশালার কর্মকাণ্ড এখন রাজ্যে সুবিদিত। কিছুদিন আগে অনেক বাধা-বিপত্তি কাটিয়ে পাঠশালার ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার জন্য চালু হয়েছে কম্পিউটার রুম। অক্টোবরেই সুজনবন্ধুদের সহায়তায় ২১৪জন পড়ুয়াকে পোশাক ও স্কুলব্যাগ প্রদান করা হয়। এর পাশাপাশি খালপাড়ের সবকটি পরিবারের পাশে বিপদে-আপদে থেকে সহায়তা করে চলেছে ভাষা ও চেতনা সমিতি।
Comments are closed.